মুন্সীগঞ্জের সিরাজদিখানে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১২ বাসযাত্রী।
মঙ্গলবার দিবাগত মধ্যরাত ৪টার দিকে উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রামেরখোলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে হাসিনা বেগম (৪২) নামে এক নারী ও অজ্ঞাত ২ বাসযাত্রীসহ মোট ৩ জন ঘটনাস্থলে নিহত হয়েছেন।
গুরুতর আহত হয়েছেন- চট্টগ্রামের মৃত আব্দুল বাতেন মিয়ার ছেলে লাভলু (৫৫), পটুয়াখালীর মৃত আজহার উদ্দিন তালুকদারের ছেলে মনিরুল ইসলাম (৪৬), মৃত আবু সাত্তার জমাদ্দারের ছেলে জহিরুল ইসলাম (৪৮), বদু ফকির মিয়ার ছেলে মফিজুল ইসলামসহ (৪২) অন্তত ১২ জন। আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার সিংহ বলেন, লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রামেরখোলায় ঢাকাগামী দাঁড়িয়ে থাকা মালবাহী একটি ট্রাককে ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সঙ্গে সজোরে আঘাত লেগে উল্টে যায় । এ সময় ৩ বাসযাত্রী ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও বলেন, আহতদের ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি বলেন, বাস ও ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে এবং চালকরা পালিয়ে গেছে। এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
—-ইউএনবি
আরও পড়ুন
প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ হুইল চেয়ার ও ত্রুাচ বিতরণ
পাবনায় ছাত্রলীগ নেতাসহ তিনজন আটক; আগ্নেয়াস্ত্র জব্দ
কার্গো কমপ্লেক্সের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে…সচিব নাসরীন জাহান