জেলা প্রতিনিধি, কুমিল্লা (মুরাদনগর):
সিংহারিয়া হযরত ফাতেমাতুজজোহরা (রাঃ) মহিলা মাদ্রাসা প্রধান শিক্ষক হাফেজ মোঃ আব্দুল্লাহকে মাদ্রাসায় পরতে আসা ৪ শিশু যৌন হয়রানীর অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩১ আগষ্ট) সন্ধ্যায় কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা ১০ নং যাত্রাপুর ইউনিয়ন পরিষদ ৩নং ওয়ার্ডের সিংহারিয়া গ্রামের মৃতঃ রজ্জব আলী ছেলে সিংহারিয়া হযরত ফাতেমাতুজজোহরা (রাঃ) মহিলা মাদ্রাসা পিন্সিপাল হাফেজ মোঃ আব্দুল্লাহকে অতি সম্প্রতি মাদ্রাসায় পরতে আসা বিভিন্ন সময় ৪শিশু যৌন হয়রানীর অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে।
হাফেজ মোঃ আব্দুল্লাহ ভাই মনির হোসেন ও মোঃ আব্দুল মান্নান জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় একদল পলিশ এসে সিংহারিয়া হযরত ফাতেমাতুজজোহরা (রাঃ) মহিলা মাদ্রাসা প্রধান শিক্ষক হাফেজ মোঃ আব্দুল্লাহকে মাদ্রাসার প্রাঙ্গণ থেকে গাড়ীতে তুলে নিয়ে যায়।
মামলার বাদী জসিম উদ্দিন বলেন, সম্প্রতি সিংহারিয়া হযরত ফাতেমাতুজজোহরা (রাঃ) মহিলা মাদ্রাসা পিন্সিপাল হাফেজ মোঃ আব্দুল্লাহ ৪ ছাত্রী মাদ্রাসায় পরতে গেলে তাদেরকে যৌন হয়রানী করে। এব্যাপারে সিংহারিয়া গ্রামের সামাজিক বৈঠতে বসে কোন সুরাহা করতে না পারায় বাধ্য হয়ে আমি মুরাদনগর থানায় একটি মামলা করি।
মুরাদনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল বারী ইবনে জলিল বলেন, ৪ মাদ্রাসার ছাত্রীর যৌন হয়রানীর অভিযোগে মোঃ আব্দুল্লাহ কে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি
রেলস্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের খোঁজার নির্দেশ