অনলাইন ডেস্ক :
মেক্সিকোতে বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ১৯ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন। গত মঙ্গলবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে দুর্ঘটনায় হতাহতের এই ঘটনা ঘটে। খবর এএফপির। মেক্সিকোতে বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ১৯ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন।
গত মঙ্গলবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে দুর্ঘটনায় হতাহতের এই ঘটনা ঘটে। খবর এএফপির। এর আগে গত বছরের আগস্টে মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছিলেন। নিহতদের মধ্যে ১৫ জনই ছিলেন মেক্সিকান নাগরিক। এ ছাড়া দুর্ঘটনায় সেসময় আহত হয়েছিলেন আরও ৩৬ জন যাত্রী।
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
দাবানলে পুড়ছে হলিউড হিলস
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩