মেট্রোরেলের মিরপুর-১১ ও কাজীপাড়া স্টেশন জনসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ-ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান ভূঁইয়া বলেন, মেট্রোরেল আজ থেকে দুটি স্টেশনে যাত্রী তুলতে ও নামাতে পারবে।
তিনি আরও বলেন, এ পর্যন্ত ৯টি মেট্রোরেল স্টেশনের মধ্যে সাতটি চালু হয়েছে এবং শেওড়াপাড়া ও উত্তরা দক্ষিণ দুটি স্টেশন চলতি মাসের শেষের দিকে চালু করা হবে।
সরকার গত বছরের ২৮ ডিসেম্বর সীমিত আকারে মেট্রোরেলের কার্যক্রম শুরু করে এবং উত্তরা উত্তর ও আগারগাঁও স্টেশনের মধ্যে তখন কোনো স্টপেজ ছিল না।
এরপর ২৫ জানুয়ারি, ১৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ যথাক্রমে মেট্রোরেলের পল্লবী, উত্তরা মধ্য ও মিরপুর-১০ স্টেশন খুলে দেয় সরকার।
এদিকে চলতি বছরের জুলাই মাস থেকে প্রতিদিন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক গত ১০ ফেব্রুয়ারি এ তথ্য জানান। বর্তমানে সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ট্রেন চলাচল করছে।
ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, ২০২৪ সালের শেষ নাগাদ মতিঝিল পর্যন্ত এবং ২০২৫ সালের মধ্যে কমলাপুর পর্যন্ত ট্রেন চলাচল শুরু হতে পারে।
—-ইউএনবি
আরও পড়ুন
সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ ফের বাড়লো
মুখ-গলার যে লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়
ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭ রোগী