অনলাইন ডেস্ক :
বার্সেলোনা ছাড়ার পর পিএসজিতে সময়টা ভালো কাটেনি লিওনেল মেসির। তিনি নিজেই বলেছেন বেশ কয়েকবার। গত সপ্তাহে ইএসপিএনের মিগু গ্রানাদোসেকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্ব চ্যাম্পিয়ন হিসাবে পিএসজি থেকে স্বীকৃতি না পাওয়া নিয়ে আক্ষেপের কথা বলেন আর্জেন্টাইন মহাতারকা। মেসির করা অভিযোগের জবাব দিয়েছেন নাসের আল খেলাইফি। পিএসজি সভাপতি বলেন, ‘ফ্রান্সের খেলোয়াড় এবং সমর্থকদের সম্মান জানাতেই পিএসজির মাঠে মেসির বিশ্বকাপ জয় উদযাপন করা হয়নি।
কিন্তু অনুশীলনে এবং ব্যক্তিগতভাবে মেসিকে ঠিকই সম্মান জানানো হয়েছে।’ মেসিকে দর্শকপূর্ণ স্টেডিয়ামে সংবর্ধনা না দেওয়ার কারণ ব্যাখ্যা দিয়েছেন খেলাইফি। তিনি বলেন, ‘সবাই দেখেছেন, আমরা (উদযাপনের) ভিডিও প্রকাশ করেছি। আমরা মেসির সঙ্গে অনুশীলনে উদযাপন করেছি এবং আমরা ব্যক্তিগতভাবেও করেছি। তবে সম্মানের সঙ্গে বলতে চাই, আমরা ফরাসি ক্লাব। যে কারণে স্টেডিয়ামে উদযাপন করাটা অবশ্যই স্পর্শকাতর ছিল। যে দলটিকে সে হারিয়েছে, সেটার প্রতি আমাদের অবশ্যই শ্রদ্ধাবোধ থাকতে হবে। তাঁর সতীর্থরা ফ্রান্স দলে খেলে আর আমাদের দলের সমর্থকেরাও ফ্রান্সের সমর্থক।’
আরও পড়ুন
সিরিজ জয়ের পর বাংলাদেশি ক্রিকেটারদের বড় সুখবর
হকি বিশ্বকাপে বাংলাদেশ, ‘স্বপ্ন নয়–সত্যি ও বাস্তব’
ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন বিক্রি ৩ কোটি টাকায়