January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 11th, 2023, 8:27 pm

মেসি-বরণে প্রস্তুত ইন্টার মায়ামি

অনলাইন ডেস্ক :

বিশ্বসেরা লিওনেল মেসিকে দলে পেয়ে ইন্টার মায়ামির সমর্থকেরা বেশি উচ্ছ্বসিত নাকি মালিক ডেভিড বেকহাম? নানা কা-কারখানা দেখে এতদিন মনে হচ্ছিল মেসিকে পেয়ে হয়তো সমর্থকরাই বেশি উচ্ছ্বসিত। কিন্তু এবার প্রমাণিত হলো, মেসিকে দলে পেয়ে ইন্টার মায়ামির সমর্থকদের চেয়েও ক্লাবের মালিক স্বয়ং বেকহাম বেশি উদ্বেলিত। তা না হলে কি মেসি-বরণের প্রস্তুতি কাজের দেখভাল নিজেই করেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক! শুধু তো প্রস্তুতি কাজের দেখভাল করা নয়, দেওয়ালে আঁকা মেসির ম্যুরালে রঙের কাজেও অংশ নিয়েছেন বেকহাম! আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে বরণ করে নিতে প্রস্তুত ইন্টার মায়ামি। মেসি-বরণের অংশ হিসেবে মায়ামির এক বহুতল ভবনের এক পাশের পুরো দেওয়াল জুড়ে আঁকা হয়েছে মেসির ম্যুরাল।

ইন্টার মায়ামির সমর্থক-কর্মকর্তাদের পাশাপাশি মেসির সেই সুবিশাল ম্যুরালও মেসিকে সাদর অভ্যর্থনা জানাবে! ম্যুরালটির শেষ মুহূর্তে রঙের কাজে অংশ নিয়ে বেকহাম নিজেই কারুশিল্পীদের সঙ্গে ক্রেনে চড়ে নিজ হাতে তুলির আঁচড়ে মেসির দাঁতে সাদা রং করেছেন। বেকহামের সেই কর্মের খবর দুনিয়াবাসীকে দিয়েছেন বেকহামেরই সহধর্মিণী ভিক্টোরিয়া বেকহাম। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটা ভিডিও পোস্ট করেছেন ভিক্টোরিয়া। ভিডিওটির ধারা বর্ণনায় ভিক্টোরিয়া বলছেন, ‘আমার মনে হয়, (ডেভিড বেকহাম) অসাধারণ কাজ করছে। এমনকি কোন কাজ আছে, যেটা বেকহাম পারে না? দেখুন, এটা (মেসির ম্যুরাল) কি বিশাল সে ওখানে ক্রেনে চড়েছে রং করার জন্য। যে মানুষটিকে মেসির ম্যুরালের দাঁতগুলোতে সাদা রং করতে দেখছেন, সে বেকহামই। সত্যিই আমি অভিভূত।’ বোঝাই যাচ্ছে, মেসির আগমনে ভিক্টোরিয়া নিজেও উচ্ছ্বসিত। নয়তো স্বামীর কারুশিল্পীর কাজের প্রশংসায় এমন গদগদ হতেন না! যা-ই হোক, মেসিকে রাজসিক বরণ করে নিতে যাচ্ছে ইন্টার মায়ামি।

তবে মেসি ক্লাবে যোগ দিলেও আনুষ্ঠানিকভাবে চুক্তিটা স্বাক্ষর হয়তো করবেন দুই-এক দিন পর। চুক্তি আনুষ্ঠানিকতার পর তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে আগামী ১৬ জুলাই (আগামী রোববার )। ২১ জুলাই ইন্টার মায়ামির জার্সি গায়ে মেসির অভিষেক হতে পরে বলেই ধারণা করা হচ্ছে। মেসি-বরণের প্রস্তুতির পাশাপাশি এরইমধ্যে মেসিকে বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের মতো বিশেষ সুরক্ষা দেওয়ার দাবিও উঠেছে যুক্তরাষ্ট্রে। দাবিটা আবার তুলেছেন এমএলএসে ইন্টার মায়ামির প্রতিপক্ষ এক ক্লাবের কোচ। নাম প্রকাশে অনিচ্ছুক ঐ কোচ দাবি করেছেন, ‘মাঠে মেসির (মাইকেল) জর্ডানের মতো সুরক্ষা পাওয়া উচিত। তার প্রতিটা আবেদনে রেফারিদের সাড়া দেওয়া উচিত।’ তার মানে কি ইউরোপের মতো এমএলএসেও রেফারিদের বিশেষ আনুকূল্যই পেতে যাচ্ছেন মেসি? ফুটবল মাঠে মেসি রেফারি ও কর্তৃপক্ষের বিশেষ আনুকূল্য পান, এটা অনেকটাই প্রমাণিত সত্য! ঐ কোচের দাবির পরিপ্রেক্ষিতে অনুমান করা যায়, মেসি হয়তো এমএলএসেও সেই বিশেষ সুরক্ষা পেতে যাচ্ছেন।