প্রতি পাঁচ বছর পরপর পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা কঠোরভাবে অনুসরণের বিধান রেখে জাতীয় সংসদে স্থানীয় সরকার (সংশোধন) বিল, ২০২২ পাস হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বিলটি সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। রাষ্ট্রপতির সম্মতি পেলেই বিলটি আইন হিসেবে গণ্য হবে।
রাষ্ট্রপতি বিলটিতে স্বাক্ষর করলে যেসকল পৌরসভা চেয়ারম্যান পাঁচ বছরের বেশি সময় ধরে পদে থাকছেন তাদের জন্য বিষয়টি সুখকর হবে না।
সংশোধনী অনুযায়ী স্থানীয় সরকারের মেয়াদ শেষ হলে প্রশাসক নিয়োগের ক্ষমতা থাকবে সরকারের হাতে। প্রশাসক সর্বোচ্চ ছয় মাস পদে থাকতে পারবেন এবং ওই সময়ের মধ্যে নির্বাচন দেবেন।
বিলটিতে পৌরসভা সদস্যের পদবী পরিবর্তন করে পৌর নির্বাহী কর্মকর্তা করারও কথা বলা হয়েছে।
বিলের একটি ধারায় বলা হয়েছে, যদি কোনও পৌরসভা তার কর্মকর্তা ও কর্মচারীদের ১২ মাসের বেতন এবং অন্যান্য মজুরি দিতে ব্যর্থ হয় তবে সরকার পৌরসভার মর্যাদা বাতিল করতে পারে।
বিল অনুসারে, প্রতি বর্গকিলোমিটারে দুই হাজার বাসিন্দা হলে একটি পৌরসভা প্রতিষ্ঠিত করা যাবে।
—ইউএনবি
আরও পড়ুন
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও
বিশেষ আদালতের এজলাস কক্ষ ভোর বেলায় আগুনে পুড়ে গেছে
সরকারের সংস্কার এজেন্ডা সমর্থন করছে ইআইবি