নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষের পথে। এরইমধ্যে নতুন করে নির্বাচনী বাতাস বইতে শুরু করেছে। এই বাতাসের মধ্যে গুঞ্জন হচ্ছে সিনেমাপাড়া চিত্রনায়ক ও বর্তমান সাধারণ সম্পাদক পদে জায়েদ খান সঙ্গে এবার মাঠে শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি অভিনেত্রী মৌসুমী হতে যাচ্ছেন। প্যানেলে দেখা যাবে আরও অনেক তারকাকেই। তবে এখনো কিছুই নিশ্চিত নয়। জায়েদ খান সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘অনেকে অনেক কথাই বলছে। সামনে নির্বাচন। এখন আলোচনা হবেই। সেসবে কান দেয়ার কিছু নেই। আরও অনেক সময় বাকি। তাই এখনই কিছু বলতে চাই না। সময়েরটা সময়ের উপরই থাক।’ টানা দুইবারের এই সাধরণ সম্পাদক আরও বলেন, ‘করোনার কারণে শিল্পী সমিতির অনেক মিটিং হয়নি। মিটিং করে সবার সঙ্গে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেবো প্যানেলের ব্যাপারে। আমি সবসময় সমিতির জন্য কাজ করতে চেয়েছি, ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই।’ তিনি আরও বলেন, ‘চলচ্চিত্র ও শিল্পীদের উন্নয়নের জন্য আমি যে কারো সঙ্গে কাজ করতে চাই। সে যদি আমাকে দেখতে না পারে তবুও আমি তার সঙ্গে চলচ্চিত্রের বৃহৎ স্বার্থে কাজ করবো। আমি সবসময় মনে করি চলচ্চিত্রের সোনালী দিন ফিরে আসবে। সেই দিকেই যাচ্ছে সিনেমা।’ এদিকে বেশকিছু সূত্রে নিশ্চিত হওয়া গেছে, আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে এবার সভাপতি পদে প্রার্থী হচ্ছেন ঢালিউড কিং খান খ্যাত শাকিব কাছের লোক। তার সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে দেখা যাবে অভিনেত্রী নিপুণকে। তাদের সঙ্গে দেখা যাবে রিয়াজ, ফেরদৌস, সাইমনসহ একাধিক তারকাকে।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব