অনলাইন ডেস্ক :
এশিয়ান গেমসে না জিতেই সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃষ্টির জন্য বাংলাদেশ-হংকংয়ের মধ্যকার ম্যাচে একটি বলও মাঠে গড়ায়নি। হাংজু শহরে জিজিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ক্রিকেট মাঠে খেলা হওয়ার কথা ছিল। বাংলাদেশ ও হংকংয়ের ম্যাচটি ছিল স্থানীয় সময় দুপুর দুইটায়। খেলা শুরু হওয়ার ঘণ্টা খানেক আগে থেকেই কাভার দিয়ে পিচ সহ আউটফিল্ডের বেশ কিছু অংশ ঢাকা ছিল।
গুড়ি গুড়ি বৃষ্টি চলমান থাকায় আম্পায়াররা একাধিকবার মাঠ পর্যবেক্ষণ করে অপেক্ষা করছিলেন। দুই ঘণ্টা পর খেলা বাতিল করতে বাধ্য হন। ম্যাচ পরিত্যক্ত হওয়াই বাংলাদেশ সেমিফাইনালে উঠেছে। হংকংয়ের চেয়ে বাংলাদেশ নারী দল আইসিসি র্যাংকিংয়ে এগিয়ে থাকায় শেষ চারে খেলবেন জ্যোতিরা।
আরও পড়ুন
হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
২০২৭ সালের নারী বিশ্বকাপ হবে ব্রাজিলে নারী বিশ্বকাপের ১০ম এ আসরে ৩২টি দল অংশগ্রহণ করবে
যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট লিগ নিষিদ্ধ করলো আইসিসি