January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 29th, 2024, 7:23 pm

যত দ্রুত সম্ভব গাজা উপত্যকায় ত্রাণসহায়তা পাঠানোর কাজ করছে কানাডা

এপি, অটোয়া :

কানাডা যত তাড়াতাড়ি সম্ভব গাজা উপত্যকায় মানবিক সহায়তা পাঠানোর জন্য কাজ করছে বলে বুধবার একজন মন্ত্রিপরিষদ মন্ত্রী বলেছেন।

কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী আহমেদ হুসেন বলেছেন, অটোয়া ত্রাণ সরবরাহের জন্য নতুন বিকল্প খতিয়ে দেখছে।

তিনি বলেন, জর্ডানের মতো এই অঞ্চলের সমমনা দেশগুলোর সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে এই সহায়তার ব্যবস্থা করা হচ্ছে।

হুসেন বলেন, গত সপ্তাহে সহায়তার ব্যবস্থা প্রয়োজনের কাছাকাছি ছিল না এবং একটি ক্লান্তিকর পরিদর্শন প্রক্রিয়া ট্রাকে করে আনা সরবরাহের গতি কমিয়ে দিচ্ছিল।

গত অক্টোবরে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর গাজা উপত্যকায় ঢোকা বা বের হওয়ার একমাত্র পথ রাফাহ সীমান্ত ক্রসিং পরিদর্শনের পর তিনি এ মন্তব্য করেন।

সংঘাত শুরু হওয়ার পর থেকে কানাডা অবরুদ্ধ অঞ্চলটির জন্য ১০০ মিলিয়ন কানাডিয়ান ডলার (৭৪ মিলিয়ন ডলার) সহায়তার জন্য রেখেছে, যার মধ্যে জানুয়ারিতে প্রতিশ্রুতির ৪০ মিলিয়ন কানাডিয়ান ডলারও (৩০ মিলিয়ন ডলার) রয়েছে।