অনলাইন ডেস্ক :
টলিউডের সবচেয়ে বিতর্কীত জুটি যশ ও নুসরাত। তাঁদের সংসারে কী ঘটছে আজকাল? কোন দিকে এগোচ্ছে তাঁদের সম্পর্ক? যশরতকে নিয়ে অনুরাগীদের মনে প্রশ্নের শেষ নেই। তা নুসরাত ও যশ দুজনেই জানেন। আর তাই তো বছর শেষে সেই সব প্রশ্নের জবাব সঙ্গে নিয়ে নুসরাত জাহানের শো ‘ইশক উইথ নুসরাতে’ এবার অতিথি হিসেবে আসছেন যশ দাশগুপ্ত! সম্প্রতি নুসরাত তাঁর ইনস্টাগ্রামে সেই শোয়ের একটি ঝলক আপলোড করতেই অনুরাগীদের মধ্যে উত্তেজনার পারদ চড়ল। এই টিজার দেখে বোঝাই গেল পুরো শোয়ে একেবারে বোমা ফেলবেন যশ!
বুঝিয়ে দিলেন- বিচ্ছেদ নয়, প্রেমে আছেন তাঁরা। বুঝিয়ে দিয়েছেন সবাইকে। জানিয়েওছেন, কে প্রথম কাছে এসেছেন? কী ভাবে ভালবেসেছেন! তাঁদের এই আত্মবিশ্লেষণে থতমত খেয়েছেন অনুরাগীরা! এ বারেও প্রশ্নকর্তার ভূমিকায় নুসরাত। একটুও অপ্রস্তুত না হয়ে, মুখের উপরে টান টান জবাব দিয়েছেন যশ। জানিয়েছেন, তিনি আর নুসরাত নাকি পালিয়ে গিয়েছিলেন! সত্যি? নুসরাত হাসতে হাসতে বল ঠেলেছেন যশের কোর্টে। তাঁর দাবি, তুমিই তো বললে, চল পালাই! এটা যদি মুখরা হয়, অন্তরার তখনও বাকি! অনর্গল যশের মতে, যার বাড়ি ফিরতে ইচ্ছে করছে না নিজের বউয়ের জন্য, সে তো অন্য কোথাও যাবেই! কথার সূত্রে দার্শনিকও হয়ে পড়েছেন তিনি। জানিয়েছেন, সম্পর্কের বিষয়ে সার কথা জেনেছেন তিনি। দু’টি মানুষের মধ্যে যখন তৃতীয় ব্যক্তি আসে, তখনই সমস্যা তৈরি হয়। সঙ্গে সঙ্গে হাল ধরেছেন নুসরাত। যশের কাছে আদুরে আবদার, ‘‘আমাদের ব্যাপারে কিছু ভাল ভাল কথাও বল! সারাক্ষণ শুধু খারাপ…!’’ অভিনেতা সঙ্গে সঙ্গে সুদে-আসলে মিটিয়ে নিয়েছেন সারাক্ষণ কটাক্ষ করার ক্ষোভ। সপাট জবাব তাঁর, ‘‘আমাদের ব্যাপারে লোকেরা ভাল বলে না, আমি কী করে ভাল বলব!’’ ‘সঙ্গী’কে শান্ত করতেই কি অভিনেত্রী সামান্য লাগামছাড়া? হালছাড়া গলায় স্বীকার করে নিয়েছেন, ‘‘আমি তোমায় ভালবেসেছি। এটা আমার সিদ্ধান্ত। বাকিটা তো ইতিহাস!’’
আরও পড়ুন
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত