অনলাইন ডেস্ক :
সাকিব আল হাসানের পর বাংলাদেশ দল একজন জেনুইন অলরাউন্ডারের অভাবে ভুগবে। বেশ কয়েক বছর ধরে হরহামেশা এ কথাটা শোনা যাচ্ছে। তবে সম্প্রতি মেহেদী হাসান মিরাজ যেন এই চিন্তা থেকে মুক্তি দেওয়ার মিশনে নেমেছেন! বয়সভিত্তিক ক্রিকেটে অলরাউন্ডার হিসেবেই খেলেছেন মিরাজ। আন্তর্জাতিক ক্রিকেটের শুরুতে অবশ্য একই ভূমিকা ছিল না। মূলত তাঁর কাছে দলের চাওয়া ছিল, অফ স্পিনের সঙ্গে লোয়ার অর্ডারে কিছু রান। তবে গত কয়েক মাসে নিজেকে নতুন করে চিনিয়েছেন মিরাজ। তাঁর প্রধান কাজ বোলিং তো আছেই, ব্যাটিংয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। বিশ্বকাপ আলোচনায় হার্শা ভোগলে তো আর এমনি এমনি বলেননি, সাকিবের পর বাংলাদেশ দলে অলরাউন্ডারের দায়িত্ব পালনের পথে বেশ ভালোভাবেই এগোচ্ছেন মিরাজ। মিরাজের এতটুকু পথ হেঁটে আসার পেছনে একজনের ভূমিকা অনন্য, তিনি মো. আল মাহমুদ। যাঁর হাত ধরে ক্রিকেটে মিরাজের হাতেখড়ি।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবসে নিজের প্রথম কোচের প্রতি কৃতজ্ঞতার কথা জানিয়েছেন মিরাজ। শিক্ষক দিবসে বিশ্বের সকল শিক্ষকের প্রতি শ্রদ্ধার কথা জানিয়ে মিরাজ আরো লিখেছেন, ‘বিশ্ব শিক্ষক দিবসের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আল মাহমুদ স্যারসহ আমার অন্য সকল কোচকে, যারা আমার পথচলার অংশ হয়ে ভালো-খারাপ প্রতিটি মুহূর্তে আমাকে সহায়তা করেছেন। সকলের প্রতি কৃতজ্ঞতা।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিরাজ তাঁর বেড়ে ওঠার গল্পটা শুনিয়েছেন এভাবে, “আমার আজকের ‘মিরাজ’ হয়ে ওঠার গল্পের শুরুটা যাঁর হাত ধরে, তিনি ‘মো. আল মাহমুদ’ স্যার। আমার ক্রিকেটীয় জীবনের প্রথম কোচ, যাঁর হাত ধরে ক্রিকেটে আমার হাতেখড়ি। নানান সীমাবদ্ধতা অতিক্রম করে যে মানুষটা আমাকে প্রস্তুত করেছেন।”
আরও পড়ুন
চমক দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, বাদ সাকিব-লিটন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল