January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 17th, 2023, 8:20 pm

যুক্তরাষ্ট্রের কাছে সামরিক সহায়তা চেয়েছে ইসরায়েল

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের জরুরি সামরিক সহায়তা চেয়েছে ইসরায়েল। সংশ্লিষ্ট তিন কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদন অনুসারে, সাহায্য প্যাকেজটি বর্তমানে কংগ্রেসের মাধ্যমে হোয়াইট হাউসের সঙ্গে সমন্বয় করা হচ্ছে এবং এতে ইউক্রেন, তাইওয়ান ও মার্কিন-মেক্সিকো সীমান্তের জন্যও তহবিল অন্তর্ভুক্ত থাকবে। সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার রোববার তেল আবিব সফরের সময় বলেছিলেন, মার্কিন আইন প্রণেতারা ইসরায়েলকে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাসহ অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা ও অস্ত্রগুলোকে আরও নির্ভুল অস্ত্রে পরিণত করার জন্য কিট এবং ১৫৫ মিলিমিটার গোলাবারুদ সরবরাহ করার বিষয়ে আলোচনা করেছেন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামীকাল বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনার জন্য ইসরায়েল সফর করবেন। আলোচনায় তিনি ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের বিষয়টি স্পষ্ট করে দিবেন বলে মঙ্গলবার (১৭ অক্টোবর) ঘোষণা করেছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। অপরদিকে গাজা পরিস্থিতির সমাধান করা ছাড়া এখানো কোনো রকমের কর্মকা- পরিচালনা করতে ইসরায়েলকে অনুমতি দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান। বাইডেনের সফরের বিষয়ে অগ্রীম পদক্ষেপ নেওয়ার ঘটনায় এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভার সঙ্গে সাত ঘণ্টার বেশি দীর্ঘ বৈঠক শেষে ব্লিঙ্কেন সাংবাদিকদের কাছে এই সফরের ঘোষণা দেন। এই আলোচনা চলাকালীন সাইরেন বন্ধ হয়ে গেলে তিনি পাঁচ মিনিটের জন্য একটি বাঙ্কারে আশ্রয় নিতে বাধ্য হন বলে জানিয়েছে রয়টার্স।