অনলাইন ডেস্ক:
ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে সোমবার (৩ ফেব্রুয়ারি) মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৮টা ১০ মিনিটে ওয়াশিংটন ডালেস আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে পৌঁছেছেন বিএনপির এই দুই জ্যেষ্ঠ নেতা।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও তারেক রহমানের প্রতিনিধি হিসেবে লন্ডন থেকে তার কন্যা জাইমা রহমান ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যাবেন বলে জানিয়েছে বিএনপি।
আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স।
আরও পড়ুন
বাংলাদেশকে অর্থ সহায়তা দেবে কানাডা
কুমিল্লায় বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩০
ইসি কর্মকর্তারা এনআইডি নিয়ে কর্মসূচিতে যাচ্ছে