অনলাইন ডেস্ক :
রুশ সামরিক আগ্রাসনকে কেন্দ্র করে ইউক্রেনে চলছে ভয়াবহ যুদ্ধ। প্রতিপক্ষকে পরাজিত করতে সামরিক-বেসামরিক সব ধরনের লোকজন ঝাঁপিয়ে পড়েছে যুদ্ধের ময়দানে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে দেশটির আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনীর এক প্রেমিক জুটি বিয়ে করেছেন। ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে একটি চেকপয়েন্টের কাছে এমন ঘটনা ঘটেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভ্যালেরি ও লেস্যা, দুজনেই বর-কনের ছদ্মবেশ ধারণ করেছিলেন। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর অন্যান্য সদস্যরা ছোট সেই অনুষ্ঠান পরিবেষ্টন করে রাখেন। ভিডিওতে লেস্যাকে ফুলের তোড়া ধরে রাখতে দেখা যায়। এ ছাড়া নববধূকে একটি সাদা ঘোমটা পরতে দেখা যায়। তিনি হাসছিলেন এবং ভ্যালেরির হাত ধরেন। বাকি সৈন্যরা নবদম্পতির উদ্দেশে একযোগে গান করেন এবং তাদের একজনকে ইউক্রেনের লোকসঙ্গীতের বাদ্যযন্ত্র বাজাতে দেখা গেছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন পল রনজাইমার নামে এক জার্মান সাংবাদিক। নবদম্পতির সুখ ও সমৃদ্ধি কামনা করে মন্তব্য করছেন বেশিরভাগ সামাজিক মাধ্যম ব্যবহারকারী।
আরও পড়ুন
বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধানের মধ্যে যোগাযোগ ছিল
দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে পাল্টা তলব
লস অ্যাঞ্জেলেসে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ২৪