March 27, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, February 22nd, 2025, 1:48 pm

যেখানে দুর্নীতি-দুঃশাসন সেখানেই আমাদের যুদ্ধ : ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. সফিকুর রহমান বলেছেন, যেখানে দুর্নীতি সেখানেই আমাদের যুদ্ধ, যেখানে দুঃশাসন সেখানেই আমাদের যুদ্ধ। দুর্নীতি এবং দুঃশাসনের সাথে কোন আপোষ নেই। আমরা কোন আপোষ করি নাই করবো না। আমাদের সম্মানীত নেতৃবৃন্দ দুর্নীতির সাথে আপোশ করেন নাই আর দুশাঃসনের কাছে মাথানত করেন নাই। তারা ফাঁসির রশি গলায় বরণ করেছেন হাসতে হাসতে। তাদের বিরুদ্ধে সম্পূর্ণ অভিযোগ মিথ্যা। তাদের কে প্রতিহিংসা এবং খায়েস মিটানোর জন্য হত্যা করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৭টায় লক্ষীপুর যাওয়ার পথে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়ায় জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি। জামায়াত আমীর বলেন আমরা ভালো ছিলাম না কিন্তু আমরা ভালো থাকতে চাই।

পথসভায় উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন ছুড়ে বলেন, গত ১৫ বছর জাতির উপর যা হয়েছে এখন অথবা আগামীতে তা হোক আপনারা কি এটা চান। সমবেত কন্ঠে সবাই না বলে সাড়া দেন। তিনি বলেন তাহলে এ অবস্থা থেকে আমাদের উত্তোরণ করতে হবে। সমস্ত ফ্যাসিবাদ সমস্ত দুর্ণীতি এবং দুঃশাসন থেকে আগামীতে আমরা মুক্ত হব। এর জন্য একটা ভালো, একটা উত্তম, একটা পরিপূর্ণ আদর্শ লাগবে। সেই আদর্শ হচ্ছে ইসলাম। ইসলাম এসেছে মানবতার জন্যে। ইসলামের কুলেই সকলের শান্তি।

এর আগে তিনি জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত কুমিল্লার বাগমার, লাকসামসহ বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিন জেলার সেক্রেটারি অধ্যাপক ড. সৈয়দ এ কে এম সরওয়ার সিদ্দীকি, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত, বিজনেস ফোরাম কেন্দ্রীয় কমিটির নির্বাহী পরিষদ সদস্য হামিদুর রহমান সোহাগ, উপজেলা জামায়াতে ইসলামী আমীর হাফেজ মাওঃ নুরুন্নবী, সেক্রেটারি ফয়জুর রহমান, সহ সেক্রেটারি গাজী সাইফুল বারী, আবদুল্লা আল নোমান, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মোহাম্মদ উল্ল্যা, নাথেরপেটুয়া ইউনিয়ন জামায়াতের আমীর আবদুল গোফরান, মৈশাতুয়া ইউনিয়ন জামায়াতের আমীর মুহা. মহিউদ্দিন, খিলা ইউনিয়ন ইউনিয়ন জামায়াতের আমীর মাও. আবদুর রহিম, বিপুলাসার ইউনিয়ন জামায়াতের আমীর মো. জাকারিয়া, সরসপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাও. মাকসুদ, ঝলম দক্ষিন জামায়াতের আমীর সাইফুল সালেহীন, খিলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারিসহ জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।