অনলাইন ডেস্ক :
এই মাসেই শুরু হতে যাচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। এবারের আসরেও বর্তমান চ্যাম্পিয়ন ও ফরম্যাটের সফলতম দল ওয়েস্ট ইন্ডিজের হয়ে অংশ নেবেন ইউনিভার্সাল বস ক্রিস গেইল। তার আগে মানসিকভাবে নিজেকে চাঙ্গা করতে আইপিএল ছেড়েছেন তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরে গেইল আছেন পাঞ্জাব কিংসে। ব্যাট হাতে খুব একটা ছন্দে নেই। তার এমন ফর্মহীনতা ওয়েস্ট ইন্ডিজের জন্য উদ্বেগের কারণই বটে। রান না পাওয়তেই হয়তো, বিশ্রামকেই বিশ্বকাপের পাথেয় ভেবেছেন গেইল। আর তাই আইপিএলের জৈব সুরক্ষা বলয় ছেড়ে চলে গেছেন। গেইল জানিয়েছেন, জৈব সুরক্ষা বলয় বা বায়োবাবলের ক্লান্তির কারণেই ছেড়েছেন আইপিএল। এক বিবৃতিতে তিনি জানান, ‘গত কয়েক মাস ধরে আমি ওয়েস্ট ইন্ডিজ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ও আইপিএলের জৈব সুরক্ষা বলয়ের মধ্যে আছি। আমি নিজেকে মানসিকভাবে চাঙ্গা করতে চাই। ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি বিশ্বকাপে সহায়তা করতে মনোযোগ দিতে চাই।’ গেইল আরও বলেন, ‘একটি বিরতি নিতে চাচ্ছি। আমাকে সুযোগ দেওয়ার জন্য পাঞ্জাব কিংসকে ধন্যবাদ। স্কোয়াডের জন্য আমার শুভকামনা ও প্রত্যাশা সবসময় থাকবে। সামনের ম্যাচগুলোর জন্য শুভকামনা।’
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল