February 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 26th, 2025, 5:49 pm

রংপুরে আন্তর্জাতিক কাস্টম দিবস উদযাপন

রংপুর ব্যুরো: আন্তর্জাতিক কাস্টমস্ দিবস উপলক্ষে রংপুর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ রংপুরের সম্মেলন কক্ষে আলোচনা সভায় গতকাল রবিবার দুপুরে  অনুষ্ঠিত হয় । এতে পধান অতিথি ছিলেন রংপুরে অতিরিক্ত কর কমিশনার মোঃ মোশারফ হোসেন ।কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের কমিশনার ড. আবু নূর রাশেদ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ আকবর আলী, মেট্টোপলিটন চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম জাকারিয়া পিন্টু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের অতিরিক্ত-কমিশনার জিয়াউর রহমান খান,  মূল প্রবন্ধ উপস্থাপন করেন কর অঞ্চল রংপুরের উপ কর কমিশনার মোঃ হাবিবুর রহমান।

প্রধান অতিথি বলেছেন, দেশে কাস্টস্ ১টি সেবা মূলক প্রতিষ্ঠান এবং রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যবসায়ীদের কাছ থেকে রাজস্ব আদায়ের ক্ষেত্রে ভাল এবং সুন্দর ব্যবহার করতে হবে যাতে তারা কর দেওয়ার আগ্রহ সৃষ্টি হয়। জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন কর কমিশনার প্রতিবছর হাজার হাজার কোটি টাকা রাজস্ব আদায় করে থাকে। রংপুর বিভাগও রাজস্ব আদায়ের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে। রংপুর বিভাগের বিভিন্ন স্থলবন্দর বিশেষ করে বুড়িমারী, বাংলাবান্ধা, হিলি, সোনাহাট, বিরল বন্দরগুলোকে আধুনিকায়ন করার কার্যক্রম অব্যাহত রয়েছে যাতে করে দ্রুত সময়ের মধ্যে পণ্য পরিবহন ও যাত্রী পারাপার হতে পারে সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। কর প্রদানের ক্ষেত্রে কোন অনিয়ম করার সুযোগ নেই। যার যার কর তিনি অনলাইনে প্রদান করতে পারবেন। কর প্রদানের ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বক্তারা ব্যবসায়ীদের কর প্রদানের ক্ষেত্রে সমস্যাগুলো তুলে ধরেন এবং কাস্টম এক্সাইজ ও ভ্যাট বিভাগ রংপুরের পক্ষ থেকে ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। ভ্যাট প্রদানে উৎসাহ করার লক্ষ্যে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে ব্যবসায়ী, সুশিল সমাজ ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।