নিজস্ব প্রতিবেদক, রংপুর :
রংপুরে জিংক সমৃদ্ধ ফসলের আবাদ সম্প্রসারণের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । আজ শনিবার দুপুরে রংপুর আর ডি আর এস মিলনায়তনে বক্তারা জনগণের অপুষ্টি সমস্যা দুর করতে ব্যাপক হারে জিংক সমৃদ্ধ চাল উপাদন ও ব্যাহারের প্রয়োজনীয়তা উপর জোর দেন ।
এতে বক্তরা বলেছেন জিংকের ঘাটতি শিশুদের শারীরিক ও মানষিক বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে, বন্ধ্যাত্ব , ঠাকপড়া,মায়েদের সমস্যা , রোগের সংক্রমণ, ডায়রিয়া এবং নিউমোনিয়া , হরমোন বৃদ্ধিতে এবং অন্যান্য জটিলতা সৃষ্টি করে।
খাদ্য ব্যবস্থা প্রকল্পের সম্প্রসারণ পুষ্টি উপাদানের অধীনে মিটিংউইথ প্রকল্পের পলিসি মেকার এন্ড ইনফলুয়েনশিয়ালস্টেকহোল্ডার শীর্ষক বৈঠকে বক্তরা এ পর্য়বেক্ষণ করেন । কানাডা সরকারের আর্থিক সহায়তায় হার্ভেস্টপাøসের সহযোগিতায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর তাজহাট কৃষি ইন্সটিটিইিটরে অধ্যক্ষ কৃষি বিদ মো: বেলাল উদ্দিন।
এই প্রকল্পের টিম লিডার ডক্টর এ,কে এম সালাহ উদ্দিনজিংক প্রকল্পের কার্যক্রম ও গ্ররুত্ব সম্পর্কে একটি বিরাট উপস্থাপনা করেন ।
তিনি বলেন দেশে দস্তা ধানের চাষ ধীরে ধীরে কৃষকদের কাছে জনপ্রিয় করতে এবং পুষ্টি গুণে ধানের মান সম্পন্ন বীজের চাহিদা বেড়েছে ।ব্রি-৭৪, ৮৪, ১০০, ১০২ এবং বঙ্গবন্ধু -১০০ জাতের ধান জিস্ক পরিপূর্ণ যা মানবদেহের পুষিমেটাতে পারে ।সাশ্রয়ী ও অধিক উৎপাদ হওয়ায় কৃষক এই ধান চাষে আগ্রহী হচ্ছে ।এই ধান ইরি বোরো মৌসুমেপ্রায় ১৪ হাজার হেক্টর জমিতে ধানের জাত চাষের আওতায় আনা হয়েছে ।
আর ডি আর এসএর হেড অব মাইক্রোফিন্যান্স রবীন চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষিসম্প্রসারণ অধিদ্পতরের উপ পরিচালক কৃষিবিদ রিয়াজ উদ্দিন ।বিএ ডিসির উপ পরিচালকমো: মাসুদ সুলতান , অতিরিক্ত পরিচালক কৃষিবিদএনামূল হক ,পরিবাররপরিকল্পনা বিভাগের উপ পরিচালক ডাক্তার সাইদুল ইসলাম , মেট্রপলিটন কৃষি অফিসার কৃষিবিদ সরিফুল ইসলাম প্রমূখ ।

আরও পড়ুন
গত ১৬ বছরে শাসক গোষ্ঠীর বাইরে কেউ চাকরি পায়নি আমরা এক দুঃস্বপ্নের মধ্য দিয়ে দিন পার করেছি নাটোরে যুবদলের কেন্দ্রীয় নেতা নয়ন
জুড়ীতে গ্রাম আদালত সম্পর্কে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা
রাজনগরে মাদক কারবারীদের সাথে গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, বসতবাড়িতে আগুন