রংপুর ব্যুরো: প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে রংপুর মহানগর নাগরিক কমিটি। গতকাল বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে নগরীর টাউনহলস্থ রঙ্গপুর সাহিত্য পরিষদে আয়োজিত সংবাদ সম্মেলনে নাগরিক কমিটির মহানগর সদস্য সচিব এড. পলাশ কান্তি নাগ লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রিপেইড মিটার একটি ডিজিটাল চুরির মাধ্যম। এই মিটারের মাধ্যমে সাধারণ জনগণের পকেট কাটা হবে, যা জনগণ বুঝতেই পারবেনা। বিদ্যুৎ একটি সেবার খাত সেখানে জনগণ অগ্রিম টাকা দিয়ে নিতে বাধ্য নয় বলে অভিযোগ করেন। প্রিপেইড মিটার আসাতে নেসকোতে চুক্তিভিত্তিক কর্মরত অনেক মিটার রিডার বেকার হয়ে যাবে। তাই অনতিবিলম্বে রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি জানানো হয়। প্রিপেইড মিটার স্থাপন বন্ধ না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন।
সংবাদ সম্মেলনে এ্যাড. পলাশ কান্তি নাগ ৬দফা দাবি উত্থাপন করেন, দাবিগুলোন হলো ১. জনস্বার্থকে উপেক্ষা করে হয়রানীমুলক প্রিপেইড মিটার স্থাপন অবিলম্বে বন্ধ করতে হবে। ২. প্রতিমাসে ডিমান্ড চার্জ, সার্ভিস চার্জ ও মিটার ভাড়া আদায় করা চলবে না। ৩. গণশুনানী ব্যতীত গ্রাহকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ চলবে না। ৪. বিদ্যুতের মূল্যবৃদ্ধি রোধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। ৫. বিদ্যুৎ খাতের বিগত সরকারের আমলের অনিয়ম-দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করতে হবে। ৬. ঘুষ-দুর্নীতি ও অব্যবস্থাপনা দুর করে বিদ্যুৎ বিভাগকে সত্যিকার অর্থেই একটি সেবামুলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রংপুর মহানগর নাগরিক কমিটির আহবায়ক অধ্যাপক মোজাহার আলী, কমরেট শাহাদাত হোসেন, নিপিন রায়, নাসির সুমন প্রমূখ।
আরও পড়ুন
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার