January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 7th, 2024, 11:15 am

রংপুরে বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রংপুর:

রংপুরে বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকতিকরণে রেইজ প্রকল্পের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও ওয়েলফেয়ার সেন্টার, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড রংপুরের আয়োজনে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মুফিদুল আলম। সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক এ.ডব্লিউ.এম রায়হান শাহ্’র সভাপতিত্বে ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও এর সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) আতাউর রহমানের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতে খায়ের আলম, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নাজমুল হক, পিএমও প্রতিনিধি ঢাকা মনিরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

সেমিনারে “প্রবাসীরা এতদিন আমাদের দিয়েছেন এবার আমরা তাদের দিব” প্রবাদে বিশ^াস করে প্রকল্পের লক্ষ্য ও উদেশ্য, প্রধান কার্যক্রম ও লক্ষমাত্রা, প্রকল্প এলাকা নির্বাচনের যৌক্তিকতা, প্রকল্প এলাকা, ওয়েলফেয়ার সেন্টার কর্তৃক সেবা, নিবন্ধন কার্যক্রম, নিবন্ধন পদ্ধতি, কর্মী নির্বাচনে যারা অগ্রাধিকার পাবেন, বিশেষ অগ্রাধিকার, নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র, ওরিয়েন্টেশন, কাউন্সেলিং, রেফারেন্স, রি-এন্টিপ্রেশন কার্ড, প্রণোদনা প্রেরণের ধাপ, প্রণোদনা প্রদান প্রক্রিয়া, নগদ প্রণোদনা প্রদান, স্টেকহোল্ডার সম্পৃক্ততা, সেন্টারে আগত কর্মীদের সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।