রংপুর ব্যুরো: রংপুর অঞ্চলের বিনা উদ্ভাবিত প্রতিকুলতা সহনশীল জাত সমুহের পরিচিতি, সম্প্রসারণ ও শস্য বিন্যাস অন্তর্ভূক্তিকরণ’ শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । গতকাল বুধবার দিনব্যাপী বিনা রংপুর উপকেন্দ্রে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বিনার মহাপরিচালক কৃষিবিদ ডক্টর মো: আবুল কালাম আজাদ।
ডিইডি রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো: শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিনার এসআরএবি প্রকল্পের পরিচালক কৃষিবিদ ডক্টর মাহবুবুল আলম তালুকদার ,পিএসও ও প্রকল্প পরিচালক ডক্টর হাসানুজ্জামান ,বিনা রংপুর অঞ্চলের ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ ডক্টর মোহাম্মদ আলী, বিনা ক্রপ ফিজিওলজি বিভাগের পিএসও ডক্টর মো: বাবুল আকতার। এতে স্বাগত বক্তব্য রাখেন পিএসও ও উপ-প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ আশিকুর রহমান । এ সময় আরও বক্তব্য রাখেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো: সিরাজুল ইসলাম , বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা মো: মাহমুদুল হাসান ও মোতাব্বের রহমান প্রমূখ।
পরমানু কৌশলের মাধ্যমে হাওর, চরাঞ্চলের অভিযোজন প্রকল্পের অর্থায়নে আয়োজিত কর্মশালায় রংপুর কৃষি অঞ্চলের ৮ জেলার কৃষি সম্প্রসারণ অধিধপ্তরের উপ-পরিচালক, উপজেলা কৃষি কর্মকর্তা, বীজ উদ্যোক্তারা, বিনার উদ্ভাবিত ফসলের জাতের ফলন, সম্প্রসারণ ও সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন
গত ১৬ বছরে শাসক গোষ্ঠীর বাইরে কেউ চাকরি পায়নি আমরা এক দুঃস্বপ্নের মধ্য দিয়ে দিন পার করেছি নাটোরে যুবদলের কেন্দ্রীয় নেতা নয়ন
জুড়ীতে গ্রাম আদালত সম্পর্কে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা
রাজনগরে মাদক কারবারীদের সাথে গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, বসতবাড়িতে আগুন