January 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 12th, 2024, 8:25 pm

রংপুরে সাংবাদিদের সাথে মতবিনিময়

রংপুর ব্যুরো: রংপুরে বেসরকারি সাহায্য সংস্থা আশার বিভাগীয় পর্যায়ে সাংবাদিক মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার সকাল নগরীর ধাপ এলাকায় এনজিও ফোরাম মিলনায়তনে  অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ডেপুটি সিভিল সার্জন ডা. রুহুল আমিন, বিশেষ অতিথি আশার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাঁওলি ঝর্ণা, জয়েন্টডেপুটি ডিরেক্টর শেখ ওবায়দুল্লাহ, প্রেস ক্লাবের সভাপতি মোনাব্বর হোসেন মনা, সেক্রেটারি মেরিনা লাভলী,  ডেপুটি ডিরেক্টর আশা প্রমুখ। সভাপতিত্ব করেন আশার ডিভিশনাল ম্যানেজার এস এম বেলাল হোসেন।

সংবাদ সম্মেলনে আশার পক্ষ থেকে জানান হয় ২০২৩-২০২৪ অর্থ বছরে সামাজিক নিরাপত্তা খাতে ৭৯.৭ কোটি টাকা ব্যয় করেছে । ২০২৪-২০২৫ অর্থ বছরে উক্ত খাতে ১৮৪ কোটি টাকা বরাদ্দ রেখেছে । সভায় ঋণ ও সঞ্চয় কর্মসূচির পাশাপাশি আশা’র শিক্ষা, শিক্ষা বৃত্তি, প্রাথমিক স্বাস্থ্যসেবা, ফিজিওথেরাপি, স্যানিটেশন ও দুর্যোগকালীন সহায়তা ইত্যাদি সামাজিক উন্নয়ন কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয়। তারা জানায় রংপুর বিভাগে ২১৫টি ব্যাঞ্চে ২০২৩ -২০২৪ অর্থ বছরে৫২৯৪৬৩ জনকে ৩২৩৪২৭কোটি টাকা ঋণ বিতরণ করেছে ।

সভায় রংপুর জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিকবৃন্দ সংস্থার বিভিন্ন কর্মসূচি সম্পর্কে অবগত হন। প্রধান অতিথি মহোদয় সাংবাদিকদের মাঝে সংস্থার চলমান কার্যক্রম অবহিত করার মাধ্যমে প্রতিষ্ঠানের সচ্ছতা ও জবাবদিহিতার এক সাহসী উদ্যোগ বলে অবহিত করেন।