নিজস্ব প্রতিবেদক , রংপুর :
‘‘বঙ্গবন্ধুর ক্ষুদ্রঋণ ঘোচার দৈন্য আনে সুদিন’’ স্লোগানকে সামনে রেখে পল্লী মাতৃকেন্দ্র ও পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় সুবিধাভোগীদের মাঝে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। শনিবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে রংপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সচিবালয় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো: জাহাঙ্গীর আলম। রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থি থেকে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার রংপুর হাবিবুর রহমান, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রেঞ্জ ডিআইজি আব্দুল আলীম মাহমুদ, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা আওয়ামীলীগের আহবায়ক একেএম ছাযাদাৎ হোসেন বকুল, যুগ্ন আহবায়ক মাজেদ আলী বাবুল, মহানগর আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন, যুগ্ন আহবায়ক আবুল কাশেম, সদর উপজেলা চেয়ারম্যান নাসিমা জামান ববি, সমাজ সেবা অধিদপ্তরের অতিরিক্ত বিভাগীয় পরিচালক মোশাররফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর নাহার বেগম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহানগরের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলূ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা কার্যালয় জেলা উপ-পরিচালক আব্দুল মতিন।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন পাকের মাধ্যমে শুরু হয়ে আলোচনা সভা, আলোচনা শেষে ২৪ জন সুবিধাভোগীর মাঝে পঞ্চাশ হাজার টাকা করে নগদ ১২ লক্ষ টাকা ও ২০জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী