অনলাইন ডেস্ক :
মঞ্চ নাটক থেকে টিভি নাটক হয়ে সিনেমায়ও নিয়মিত অভিনয় করেরন রওনক হাসান। করোনার কারণে মঞ্চ নাটকে তার ব্যস্ততা কম থাকলেও টিভি নাটক ও সিনেমায় তিনি নিয়মিত অভিনয়ে করছেন। বর্তমানে তার হাতে রয়েছে চারটি ছবির কাজ। এগুলোর শুটিং প্রায় শেষ। পর্যায়ক্রমে এগুলো মুক্তি পাবে। তবে গত বছরের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল এই অভিনেতার ‘স্ফুলিংঙ্গ’ নামের ছবিটি। তৌকীর আহমেদ পরিচালিত ছবিটি মুক্তির পর দর্শকের কাছে থেকেও ভালো সাড়া পেয়েছিলেন এই অভিনেতা। এবার ‘টফি’ নামের একটি ডিজিটাল প্লাটফর্মে প্রকাশ হচ্ছে এই ছবিটি। আগামী ৩ ডিসেম্বর থেকে ডিজিটাল প্লাটফর্মটিতে দেখা যাবে এটি। এতে অভিনয় এবং দর্শক সাড়া প্রসঙ্গে রওনক হাসান বলেন, ‘তৌকীর ভাই সব সময়ই আমার প্রিয় নির্মাতা। তার পরিচালনায় কাজ করতে উৎসাহ কাজ করে আমার। এই ছবিটিও বেশ ভালো ছিল। প্রেক্ষাগৃহের পর এবার ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পাচ্ছে এটি। আশা করছি এবার ব্যাপক সংখ্যক দর্শক এটি দেখতে পাবেন।’ সিনেমা ছাড়াও এক খ- ও ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন রওনক হাসান। অভিনয়ের পাশাপাশি নাটক নির্মাণেও দেখা যায় তাকে। সম্প্রতি ‘বিবাহ হবে’ নামের তার পরিচালিত একটি নাটকের প্রচার শেষ হয়েছে। নতুন আরেকটি ধারাবাহিক নাটক নির্মাণের প্রস্তুতিও শুরু করেছেন তিনি।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব