January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 16th, 2022, 8:30 pm

রবিদাস জয়ন্তীতে নিজেই ঝুনঝুনি বাজালেন মোদী

অনলাইন ডেস্ক :

রবিদাসি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা, ধর্মীয় গুরু, কবি-সাধক, সমাজ সংস্কারক এবং আধ্যাত্মিক ব্যক্তিত্ব রবিদাসের জন্ম জয়ন্তীতে প্রার্থনায় অংশ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানী দিল্লির করোল বাগের শ্রী গুরু রবিদাস বিশ্রাম ধাম মন্দিরে প্রার্থনা ও কীর্তনে অংশ নেন তিনি।
প্রার্থনার পাশাপাশি ভক্তদের সঙ্গে ঝুনঝুনি বাজিয়ে কীর্তনেও যোগ দেন মোদী। বুঝিয়ে দেন ছন্দ ছন্দে কীভাবে বাজাতে হবে তা। মোদীর ঝুনঝুনি বাজানোর মুহূর্তটি ধারণ করা হয় ক্যামেরায়। খবর এএনআইয়ের। ভিডিওতে দেখা যাচ্ছে, প্রথমে একটি সবুজ রঙের ঝুনঝুনি নিজে খানিকক্ষণ বাজান মোদী। তার পর বাকিদের বুঝিয়ে দিলেন কীভাবে ছন্দে ছন্দে তা বাজাতে হয়। এরপরই মোদীর বাজনার তালে তালে কীর্তন চলতে থাকে। এর আগে সকালে করোল বাগ যাওয়ার আগে মোদী টুইট করে জানান, তার সরকার কীভাবে গুরু রবিদাসের দেখানো পথে চলছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখতে বদ্ধপরিকর। তিনি যে বিশ্রাম ধামে যাচ্ছেন, সে কথাও টুইটে লেখেন। প্রসঙ্গত, ২০ ফেব্রুয়ারি পাঞ্জাবে বিধানসভা ভোটগ্রহণের দিন ধার্য আছে। প্রথমে ১৪ ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা ছিল। কিন্তু শিখ গুরু সাধু রবিদাস জয়ন্তী উপলক্ষে তা পিছিয়ে ২০ তারিখ করা হয়।