অনলাইন ডেস্ক :
পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক কার্যক্রম চালু রাখার সময় নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন করা যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শিল্পে গ্যাসের মূল্যবৃদ্ধি ও ৪৩ টি পণ্যের শুল্কহার বৃদ্ধি নিয়ে ঢাকা চেম্বারের উদ্বেগ
২০২৪ সালে ৪০ কোটি টাকার বীমাদাবি প্রদান করলো প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স