অনলাইন ডেস্ক :
রাজধানীর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে শোবিজ তারকাদের নিয়ে আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। তিন দিনব্যাপী এ আয়োজনের শনিবার অনলাইন ডেস্ক : শেষ দিন হলেও এ আয়োজনের একদিনও মাঠে যাননি আলোচিত চিত্রনায়িকা পরী মণি। আর কেন জাননি এর কারণ নিজেই জানালেন পরী মণি। শনিবার সকালে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে পরী অকথ্য গালি দিয়ে লিখেছেন, ‘এই এগ্রেসিভ জানোয়ারটার চেহারা দেখতে হবে বলেই যাই নাই সিসিএল এ! আল্লাহ বাঁচাইছে।’ পরী মণি এমন পোস্ট কাকে উদ্দেশে করে দিয়েছেন, সেটা কারোরই বুঝতে বাকি নেই সদ্য বিবাহ বিচ্ছেদের নোটিস পাঠানো শরীফুল রাজকে ইঙ্গিত করেই এমন বিস্ফোরক পোস্ট দিয়েছেন তিনি।
শুক্রবার রাতে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মদ্যপ অবস্থায় রাজ রিপা নামে একজন নবীণ অভিনেত্রীর গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে শরীফুল রাজের বিরুদ্ধে। নির্মাতা মোস্তফা কামাল রাজের দলের হয়ে খেলছেন রিপা। নেটিজেনরা বলছেন, খেলার মাঠে রাজের এমন আচরণের কারণেই পোস্টটি দিয়েছেন পরী মণি। শুক্রবার রাজের এমন কর্মকা-ে ক্ষোভে ফুসছেন শোবিজের আরও অনেকে। শুক্রবার রাতে নির্মাতা মোস্তফা কামাল রাজের গিগাবাইট স্কোরারস এবং দীপঙ্কর দীপনের রানার ফাস্টিজ দুই দলের ম্যাচ চলাকালীন হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে নির্মাতা মোস্তফা কামাল রাজ এবং অভিনেতা শরীফুল রাজ তাঁর গায়ে হাত তোলেন বলে অভিযোগ করেন রিপা। ঘটনার পর কান্নাজড়িত কণ্ঠে এর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান এই নবীণ অভিনেত্রী।
আরও পড়ুন
দীর্ঘদিন পর ফেরা তারকারা
ভিন্ন পরিচয়ে রিচি
বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় যা বললেন শান