January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, March 4th, 2024, 9:19 pm

রাজধানীজুড়ে রেস্টুরেন্টে পুলিশের অভিযান: আটক ৪ শতাধিক

অনলাইন ডেস্ক :

রাজধানীর বিভিন্ন এলাকায় সোমবার (৪ মার্চ) রেস্তোরাঁগুলোতে অভিযান চালিয়ে চার শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাদের বেশিরভাগই রেস্তোরাঁর ব্যবস্থাপক। সোমবার বিকেলে ওয়ারীর র‌্যাঙ্কিন স্ট্রিটে ১৪টি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে ব্যবস্থাপকসহ ১৬ জনকে আটক করে পুলিশ।

বেইলি রোডে রেস্টুরেন্টে আগুন লেগে ৪৬ জন মারা যাওয়ার ঘটনায় গতকাল রবিবার ও আজ সোমবার রাজধানীজুড়ে রেস্তোরাঁয় অভিযান চালিয়ে অন্তত  চার শতাধিকআটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটককৃতদের মধ্যে ৩৮১ জনের কাছে রেস্টুরেন্ট পরিচালনার অনুমতির কাগজপত্র চাওয়া হয়েছে।  এসব কাগজপত্র যাচাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।