ঢাকার নিউ এয়ারপোর্ট রোডের বনানী-কাকলী ক্রসিংয়ে বুধবার সকালে একটি চলন্ত গাড়িতে আগুন লেগে প্রায় আধ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো।
তবে গাড়ির চালক ও এক যাত্রী অক্ষত আছেন বলে জানা গেছে।
কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, সকাল ১০টা ১৫ মিনিটের দিকে ইস্কাটন থেকে মিরপুরগামী গাড়িটিতে ক্রসিংয়ে পুলিশ বক্সের কাছে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস কর্মীরা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট-সার্কিট বা গাড়ির ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে এই ঘটনা ঘটতে পারে।
—ইউএনবি
আরও পড়ুন
চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়ার দিনে সৃষ্ট যানজটে বিএনপির দুঃখ প্রকাশ
মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন