January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 20th, 2021, 8:34 pm

রাজধানীতে ২২ লাখ টাকার কবুতর উদ্ধার, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর দারুস সালাম এলাকা থেকে ৩২টি রেসার কবুতর উদ্ধারসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন- সোহেল রানা ও হাবিবুর রহমান। গত শুক্রবারদারুস সালাম থানার সোসাইটি এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার ও চুরি হওয়া রেসার কবুতরগুলো উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ২২ লাখ টাকা। শনিবার (২০ নভে্ম্বর) সকালে মিরপুর মডেল থানার ওসি মো. মোস্তাজিরুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুরের ৬০ ফিট পাকা মসজিদ এলাকার এক ব্যক্তি অভিযোগ করেন, গত ৮ নভেম্বর রাত আটটায় তিনি তার ভাড়া বাসা তালাবদ্ধ করে কাজে যান। পরদিন সকালে এসে দেখেন, দরজার তালা ভাঙা এবং তার ১০০টি রেসার কবুতরের মধ্যে ৩২টি নিখোঁজ। এ বিষয়ে মিরপুর মডেল থানায় অজ্ঞাতনামাদের অভিযুক্ত করে ১৮ নভেম্বর একটি নিয়মিত মামলা দায়ের হয়। রেসার কবুতর উদ্ধার ও আসামি গ্রেপ্তারের বিষয়ে ওসি বলেন, মামলা হওয়ার পর বাদীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকদিন আগে এক ব্যক্তি রেসার কবুতর কেনার জন্য বাদীর কাছে এসেছিলেন, কিন্তু তিনি কবুতর না কিনে চলে যান। সেই ব্যক্তির ওপর সন্দেহের তীর ছুড়ে একপর্যায়ে কৌশলে নিশ্চিত হওয়া যায় কবুতর চুরি যাওয়ার বিষয়টি। এরপর দারুস সালাম থানার সোসাইটি এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় চুরি হওয়া ৩২টি রেসার কবুতর। এ সময় সোহেল রানা ও হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।