রাজধানীর ওয়ারী এলাকায় মঙ্গলবার ভোরে একটি বাণিজ্যিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সকাল ৬টার দিকে কাপ্তানবাজার এরশাদ মার্কেটের একটি দোতলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান শিকদার জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন লাগার কারণ জানতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
—ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন