বিএনপি ও সমমনা বিরোধী দলের ডাকা সর্বশেষ অবরোধের প্রথম দিন আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল থেকে ঢাকার গুলিস্তান এলাকায় আরেকটি বাসে আগুন দেওয়া হয়েছে। গুলিস্তান পুলিশ বক্সের সামনে মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে বাসটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের (মিডিয়া সেল) গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, আজ দুপুর ১২টা ১৮ মিনিটে এ ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুপুর ১২টা ৩৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে সকাল ১০টার দিকে গুলিস্তান এলাকায় বাহন পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
—-ইউএনবি
আরও পড়ুন
মাল্টার নাগরিকত্ব চেয়েও পাননি তারিক সিদ্দিকের স্ত্রী-মেয়ে
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও