January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 3rd, 2024, 2:32 pm

রাজধানীর ডেমরায় ১৪ বাসে অগ্নিকাণ্ডে তদন্ত কমিটি গঠন

রাজধানীর ডেমরায় সোমবার (১ এপ্রিল) সন্ধ্যায় লন্ডন এক্সপ্রেস পরিবহনের ১৪টি ভলভো বাসে আগুন লাগার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিনকে প্রধান করে গঠিত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়।

ডেমরা ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক মো. শামসুজ্জোহা ও সিনিয়র স্টেশন অফিসার ওসমান গণিকে যথাক্রমে সদস্য সচিব ও কমিটির সদস্য করা হয়েছে।

—–ইউএনবি