January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 24th, 2023, 7:21 pm

রাজধানীর মগবাজারে বিস্ফোরণে আহত ৪

ছবি: সংগৃহীত

ঢাকার মগবাজার এলাকায় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে মগবাজার ওয়্যারলেস এলাকায় একটি ওষুধের দোকানের সামনে বিস্ফোরণটি ঘটে।

আহতরা হলেন- সাইফুল ইসলাম (৩৬), তারেক (২০), আবুল কালাম (২৫) ও মো. শাহীন (৩০)।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে মগবাজার ওয়্যারলেস এলাকায় একটি ওষুধের দোকানের সামনে বিস্ফোরণটি ঘটে এবং আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি বলে জানান ওসি। তিনি আরও বলেন, ‘যাইহোক, আমরা এটি একটি ককটেল বা অন্য কিছু ছিল কি না তা খতিয়ে দেখছি।’

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবাই বিপদমুক্ত আছে।

—-ইউএনবি