ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় একটি ভবনে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শরীরের ৩৮ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মারা যান আয়েশা আক্তার আশা।
তিনি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ মার্চ বিস্ফোরণে একটি তিনতলা ভবন আংশিক ধসে পড়ে তিনজন নিহত ও ১২ জন আহত হন।
নিহত তুষার ও শফিকুজ্জামান কম্পিউটার অপারেটর এবং আব্দুল মান্নান ওই ভবনের দ্বিতীয় তলার একটি কোম্পানির অফিস সহকারী ছিলেন।
আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে পাঁচজনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন