রাজশাহীর পুঠিয়ায় অস্ত্রের মুখে তুলে নিয়ে প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে। বুধবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কাচুপাড়া মাঠের মধ্যে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর অভিযোগ, বুধবার সকালে উপজেলার কাচুপাড়ার এক আত্মীয়র বাড়ি বেড়াতে যায় সে। ইফতারের পর একটি ব্যাটারিচালিত রিকশা ভ্যান চড়ে বাড়ি ফিরছিল। তার ভ্যানে আরও দুজন ছিল। কাচুপাড়া মাঠের মধ্যে ছয় জন ধারলো অস্ত্র নিয়ে তাদের ভ্যানের গতিরোধ করে। এ সময় সবার কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এরপর অস্ত্রের মুখে সবাইকে তাড়িয়ে দিয়ে তাকে তুলে একটি কলা বাগানে নিয়ে ধর্ষণ করে এবং সেখানে রেখে চলে যায়। পরে সে বাজারে গিয়ে লোকজন দেখে কান্না শুরু করে। স্থানীয়রা তাকে থানায় পাঠানোর ব্যবস্থা করা হয়।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে মেয়েটি থানায় এসেছে। তার কাছে বিস্তারিত শুনার পর ঘটনাটি যাচাইসহ এর সঙ্গে জড়িতদের শনাক্ত ও তাদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান শুরু করেছে।
ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা এবংমামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।
—ইউএনবি
আরও পড়ুন
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার