রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিজয়নগর এলাকায় শনিবার রাতে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন।
তারা হলেন, উপজেলার গুলাই গ্রামের বাসিন্দা আব্দুস সালাম (৬০) ও তার ছেলে ইব্রাহীম হোসেন (৩৫)।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, রাত ১০টার দিকে ইব্রাহীমের শ্বশুরবাড়ি থেকে ছেলেকে নিয়ে মোটরসাইকেলে নিজ বাড়িতে ফিরছিলেন। বিজয়নগর নিমতলা পার্শ্ব রাস্তা থেকে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উঠার জন্য মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন আব্দুস সালাম ও তার ছেলে। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা বাবা ঘটনাস্থলেই নিহত হন।
ওসি জানান, পরে স্থানীয়া গুরুতর আহত ছেলে ইব্রাহীমকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৩টার দিকে তিনি মারা যান।
—ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন