January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, June 21st, 2022, 8:42 pm

রামগড়ে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রামগড় :

খাগড়াছড়িরর রামগড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুন) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলার উপ পরিচালক, স্থানীয় সরকার বিভাগ ও অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) আবু সাঈদ।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) হাছিনা আক্তার, পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সামছুজ্জামান, সহকারি তথ্য অফিসার মো:বেলায়েত হোসেন, রামগড় ইউপি চেয়ারম্যান শাহ আলম মজুমদার, পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম।

সহকারি উপজেলা শিক্ষা অফিসার উম্রাচিং চৌধুরির সঞ্চালনায় এ কর্মশালার শুরুতে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী বিশেষ উদ্যোগ সম্পর্কে বিস্তারিত বিবরণ উপস্থাপন করেন সহকারি তথ্য কর্মকর্তা বেলায়েত হোসেন।

কর্মশালায় বিভিন্ন দপ্তরের সরকরি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, ধর্মীয় গুরুসহ বিভিন্ন পেশাজীবীর অংশগ্রহণকারীগণ ১০ টি উদ্ভাবনী উদ্যোগ সম্পর্কে গ্রুপ ভিত্তিক বিন্তারিত মতামত উপস্থাপন করেন।

প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী বিশেষ উদ্যোগের প্রতিটিই অত্যন্ত চমকপ্রদ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে প্রধান অতিথি আবু সাঈদ তার বক্তব্যে বলেন, ‘ প্রধানমন্ত্রীর বিশেষ ১০ উদ্যোগ স্বল্পোন্নত হতে উন্নয়নশীল আর উন্নয়নশীল থেকে আমরা উন্নত রাষ্ট্রের পথে হাটছি। দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক উদ্যোগ আছে। তবে তার বিশেষ ১০ উদ্যোগ বাঙালি জাতির ভাগ্যোন্নয়নে বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে বদলে দিয়েছে। এসব উদ্যোগকে আরও বেশি গুরুত্ব দিতে হবে। ২০৪১ সালে বাংলাদেশকর উন্নত রাস্ট্রে পরিলত করার লক্ষ্য অর্জনের জন্যও প্রধানমন্ত্রীর উদ্ভাবনী বিশেষ ১০ টি উদ্যোগের যথাযথ বাস্তবায়ন অপরিহার্য। ‘

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগের মধ্যে রয়েছে, আমার বাড়ি আমার খামার, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন কার্যক্রমসমূহ, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা।