January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, January 6th, 2024, 8:27 pm

রামুর বৌদ্ধ বিহারে আগুন

রামুর বৌদ্ধ বিহারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় ‘উসাইচেন বৌদ্ধ বিহার (বড় ক্যাং)’ নামে একটি বৌদ্ধ বিহারের সিঁড়ি পুড়ে গেছে।

শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলা সদরের চেরাংঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, ঘটনার পর থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলে অবস্থান করছে। শনিবার (৬ জানুয়ারি) সকালে পুলিশসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি বলেন, ‘শুক্রবার রাতে রামু উপজেলা সদরের চেরাংঘাটাস্থ রাখাইন সম্প্রদায়ের দেড়শ বছরের পুরানো কাঠের তৈরি উসাইচেন বৌদ্ধ বিহারের (বড় ক্যাং) পুরোহিতসহ অন্যরা প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে আকস্মিক আগুন লেগে যায়। এ সময় বৌদ্ধ বিহারের ভেতরে অবস্থানকারীরা চিৎকার শুরু করলে এলাকাবাসী এগিয়ে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে খবর পেয়ে রামু ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বৌদ্ধ বিহারটির ভেতরের কাঠের তৈরি একটি সিঁড়ি পুড়ে গেছে। তবে দ্রুত আগুন নিভিয়ে ফেলতে পারায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।’

ওসি আরও বলেন, ‘আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানা যায়নি। তা ছাড়া এটি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা তা পুলিশ এখনও নিশ্চিত নয়। রাতে ঘটনাটি শোনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বৌদ্ধ বিহারসহ আশপাশের সব সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে পুলিশ তদন্ত করছে।’

—-ইউএনবি