অনলাইন ডেস্ক :
কিয়েভ ও মস্কোর প্রতিনিধিত্বকারী আইনজীবীরা দুই দেশের মধ্যে চলমান সংকট নিরসনে আইনি লড়াইয়ের জন্য সোমবার জাতিসংঘের শীর্ষ আদালতে মুখোমুখি হয়েছেন।
ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের সদর দপ্তর পিস প্যালেসে ইউক্রেনের অনুরোধে রাশিয়াকে আক্রমণ বন্ধের আহ্বান জানাতে দুই দিনের শুনানি শুরু করছে।
ইউক্রেন সোমবার সকালে তাদের যুক্তি উপস্থাপন করবে এবং মঙ্গলবার রাশিয়ার প্রতিক্রিয়া জানানোর কথা রয়েছে।
কয়েক দিনের মধ্যে যুদ্ধ বন্ধের অনুরোধের বিষয়ে একটি সিদ্ধান্ত প্রত্যাশিত, যদিও রাশিয়া আদালতের কোনও আদেশ মেনে চলবে কিনা সে ব্যাপারে আশঙ্কা রয়েছে।
আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের সামরিক আইনের অধ্যাপক টেরি গিল বলেছেন,যদি আদালত যুদ্ধ বন্ধের আদেশ দেয়,আমি মনে করি এটা ঘটার সম্ভাবনা নেই।
উল্লেখ্য বেসামরিক লোকদের কিছু এলাকা থেকে সরে যেতে যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও রুশ বাহিনী ইউক্রেনের শহরগুলোতে রকেট হামলা অব্যাহত রেখেছে।
আরও পড়ুন
ইউক্রেন যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ দুই নেতার মধ্যে প্রথম বৈঠক করবেন
বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধানের মধ্যে যোগাযোগ ছিল
দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে পাল্টা তলব