অনলাইন ডেস্ক :
তরল সারবোঝাই একটি ট্যাঙ্কার রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পথে। রয়টার্স জানিয়েছে, সারের সঙ্কটে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের উচ্চমূল্যের আশঙ্কার মধ্যে রাশিয়া থেকে সার নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন আক্রমণের পর থেকে যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে অনেক পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করলেও কৃষিপণ্য এবং সারের উপর নিষেধাজ্ঞা দেয়নি। সারাবিশ্বে সারের যে পরিমাণ চাহিদা আছে তার বেশীরভাগ পূরণ হয় রাশিয়া ও ইক্রেন থেকে আমদানি করে। এই সার ব্যবহার করে বিশ্বের বেশীরভাগ অঞ্চলের ধান, গম, সয়া এবং অন্যান্য খাদ্যশস্য উৎপন্ন হয়। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর সময় থেকে কৃষকরা সার সঙ্কটের আশঙ্কা করছেন। তাদের আশঙ্কা, সারের অভাবে অনেক জমি অনাবাদী পড়ে থাকবে। প্রায় ৩৯ হাজার টন তরল ইউরিয়া সার নিয়ে লাইবেরিয়ার পতাকাবাহী ট্যাঙ্কারটি সোমবার নিউ অরলিন্স এর বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।যুক্তরাষ্ট্র গত ২২ এপ্রিল রাশিয়া থেকে অপরিশোধিত তেল, কয়লা এবং তরল প্রাকৃতিক গ্যাস আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে। ২০২১ সালে যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে ২৬২.৬ মিলিয়ান ডলারের তরল সার আমদানি করেছিল।
আরও পড়ুন
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের ঘটনায় সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
দাবানলে পুড়ছে হলিউড হিলস