January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 28th, 2023, 7:41 pm

রাষ্ট্রপতির বাড়িতে ১৬ পদের মাছে আপ্যায়িত প্রধানমন্ত্রী

ছবি: পি আই ডি

কিশোরগঞ্জের মিঠামইনে রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে মধ্যাহ্নভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মিঠাপানির হাওরের ১৬ পদের মাছ দিয়ে আপ্যায়ন করা হয়।

রাষ্ট্রপতির পারিবারিক সূত্র জানায়, প্রধানমন্ত্রীর পছন্দ বিবেচনা করে স্থানীয় মিষ্টি খাবার পরিবেশন করা হয়েছিল।

মঙ্গলবার বেলা ১১টা ৫ মিনিটে ‘বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস’ উদ্বোধনের পর মধ্যাহ্নভোজের জন্য রাষ্ট্রপতির পৈত্রিক বাড়িতে যান শেখ হাসিনা।

রাতাবোরো চালের ভাতের সঙ্গে প্রধানমন্ত্রীকে ১৬ পদের মাছের তরকারি, ভুনা ও দোপেয়েজা পরিবেশন করা হয়। মাছের মধ্যে ছিল- রুই, কাতল, চিতল, আইর, পাবদা, গোলসা ট্যাংরা, কালিবাউশ, শোল, বাইম, চিংড়ি, বোয়াল, গ্রাস কার্প, বাছা, রিটা ও পাঙাশ।

দুই দশকেরও বেশি সময় পর এটাই ছিল প্রধানমন্ত্রীর প্রথম মিঠামইন সফর।

দুপুরের খাবার শেষে তিনি স্থানীয় আওয়ামী লীগের সমাবেশে বক্তব্য দিতে মিঠামইন হেলিপ্যাড মাঠে যান।

—ইউএনবি