তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ১৯১টি অনলাইন নিউজ পোর্টালের লিংক বন্ধ করতে ডাক ও টেলিযোগাযোগ অধিদপ্তরে চিঠি দেয়া হয়েছে।
সোমবার জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হকের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ৩৪৬টি অনলাইন সংবাদপত্র নিবন্ধিত হয়েছে। যার মধ্যে-১৬২টি অনলাইন নিউজ পোর্টাল, ১৬৯টি দৈনিক সংবাদপত্রের ১৬৯টি অনলাইন পোর্টাল এবং ১৫টি টিভি চ্যানেলের অনলাইন পোর্টাল রয়েছে।
রাষ্ট্রবিরোধী অপপ্রচার বন্ধে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এবং জনমনে বিভ্রান্তি ছড়ানোর মতো কর্মকাণ্ডের ভিত্তিতে ডোমেইন বরাদ্দ ১৯১ অনলাইন নিউজ পোর্টাল এবং লিঙ্ক বন্ধের জন্য ইতোমধ্যে ডাক ও টেলিযোগাযোগ অধিদপ্তরে চিঠি দেয়া হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
আগামী নির্বাচন হবে গণতন্ত্রের জন্য ঐতিহাসিক দলিল : প্রধান উপদেষ্টা
সরকার চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে : আসিফ মাহমুদ
রাজধানীতে গ্যাসের তীব্র সংকট, জ্বলছে না চুলা