তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খান সারা বিশ্বের সংগীত জগতের সম্পদ।
নিজস্ব প্রতিবেদক:
রোববার (২২ ডিসেম্বর) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে রাহাত ফাতেহ আলী খান ও নাহিদ ইসলামের সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপদেষ্টা বলেন, রাহাত ফাতেহ আলী খান একজন গুণী ব্যক্তি। তিনি শুধু পাকিস্তানের নয় বরং উপমহাদেশ তথা সারা বিশ্বের সংগীত জগতের সম্পদ। বাংলাদেশে তার অনেক ভক্ত রয়েছে।
শনিবার ঢাকার আর্মি স্টেডিয়ামে কনসার্টের জন্য রাহাত ফাতেহ আলীকে ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর এ ধরনের একটি কনসার্ট আয়োজনের প্রয়োজন ছিল।
এসময় রাহাত ফাতেহ আলী খান বাংলাদেশের সংগীত নিয়ে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশের সাংস্কৃতিক উন্নয়নেও কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। বাংলাদেশে আমন্ত্রণের জন্য তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান।
সৌজন্য সাক্ষাতের সময় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সীতাকুণ্ডে সন্ত্রাসী হামলায় র্যাব কর্মকর্তা নিহত, গুলিবিদ্ধ আরও ৩
গণভোটে ‘হ্যাঁ’-তে সিল দিন, নতুন বাংলাদেশ গড়ার চাবি আপনার হাতে: প্রধান উপদেষ্টা
সরকার গঠন করতে পারলে তৃণমূলে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: তারেক রহমান