January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 16th, 2022, 7:42 pm

রিয়াদের সঙ্গে নাম ভূমিকায় মিষ্টি

অনলাইন ডেস্ক :

ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। মহামারি করোনার কারণে লম্বা সময় সিনেমার কাজ থেকে দূরে ছিলেন। সম্প্রতি ‘‘ফুলজান’ সিনেমার শুটিং শুরু করেছেন এই চিত্রনায়িকা। আমিনুল ইসলাম বাচ্চু পরিচালিত এই সিনেমায় মিষ্টির বিপরীতে অভিনয় করছেন রিয়াদ রায়হান। গত ১২ ফেব্রুয়ারি থেকে পুবাইলের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শুরু হয়। আগামী ২৫ তারিখ পর্যন্ত একটানা শুটিং চলবে বলে জানান মিষ্টি। সিনেমা প্রসঙ্গে মিষ্টি জান্নাত বলেন, ‘নতুন বছর নতুন সিনেমার মাধ্যমে কাজ শুরু করেছি। এর আগে ‘চিনি বিবি’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছিলাম। এবারও নাম ভূমিকায় অভিনয় করছি। গল্পটি চমৎকার! আশা করছি ভালো কিছু পাবেন দর্শক। সিনেমাটি আগে বিভিন্ন উৎসবে যাবে। এরপর দেশের প্রেক্ষাগৃহে ও ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেয়া হবে। মিষ্টি জান্নাতের ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়। সর্বশেষ ২০১৯ সালের এপ্রিল মাসে এই নায়িকার ‘তুই আমার রানী’ মুক্তি পায়। অপরদিকে রিয়াদ রায়হান প্রয়াত কিংবদন্তি কবরী সারোয়ারের ‘এই তুমি সেই তুমি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন।