প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের বহনকারী একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট ঢাকার পথে সংক্ষিপ্ত যাত্রাবিরতির জন্য লন্ডন স্ট্যানস্টেড বিমানবন্দরে পৌঁছেছে।
সোমবার (৩ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় তিনি লন্ডনে পৌঁছান।
লন্ডনে বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
এর আগে, প্রধানমন্ত্রী যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে তার ১৮ দিনের সরকারি সফর শেষ করে রবিবার (স্থানীয় সময়) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওয়াশিংটন ডিসি ত্যাগ করেন।
—ইউএনবি
আরও পড়ুন
পাঁচটি বিনিয়োগ সংস্থাগুলোকে এক অফিসের অধীনে আনতে নির্দেশ প্রধান উপদেষ্টার
রান্নায় দুর্ঘটনারোধে ১৭ সেফটি স্ট্যান্ডার্ড প্রণয়ন করতে যাচ্ছে বিএসটিআই
এস আলমের ২০০ কোটি টাকার সম্পদ ক্রোক, ৮৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ