অনলাইন ডেস্ক :
উত্তর-পশ্চিম তীরের নাবলুস শহরের ফিলিস্তিনের একটি শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সোমবার (২২ মে) ভোরে হামলা চালানোর পর ভয়াবহ সংঘর্ষ ছড়িয়ে পড়লে তিনজন ফিলিস্তিনি নিহত ও ছয়জন আহত হয়। খবর সিনহুয়া’র ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সংঘর্ষে ইসরাইলি সৈন্যদের গুলিতে তিনজনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ইসরাইলি সৈন্যরা মধ্যরাতে ক্যাম্পে হামলা চালালে ফিলিস্তিনিদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ইসরাইলের কোনো মন্তব্য পাওয়া যায়নি। প্রসঙ্গত, জানুয়ারিতে ইসরাইলি সৈন্যদের সাথে সংঘর্ষে ১৫৬ ফিলিস্তিনি নিহত হওয়ার থেকে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে উত্তেজনা বাড়ছে।
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
দাবানলে পুড়ছে হলিউড হিলস
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩