জেলা প্রতিনিধি: শরীয়তপুর (ডামুড্যা) :
শরীয়তপুর ডামুড্যা উপজেলায় দারুল আমান ইউনিয়নে নিরব নামের এক যুবকের জুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ জুন) সকাল ৬ টার দিকে চর নারায়নপুর গ্রামের বাষিদা নিরব (২২) নামে এক যুবক ঘরের আড়া সাথে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেন। স্থানীয়দের মতে মৃত্যুটা একটি রহশ্য জনক মনে করা হচ্ছে। জানা যায় নিরব প্রায় সময় বিভিন্ন নেশায় আসস্ত থাকতেন। নিরব চর নারায়নপুর গ্রামের রাজা মিয়া মাদবরের ছেলে তিনি দাদার বাসায় থাকতেন। ডামুড্যা থানার ওসি শরিফুল ইসলাম বলেন এই বেপারে থানায় একটি অপমৃত্যু ডাইরি হয়েছে।
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে বিলুপ্ত পথে খেজুর গাছ ও রস!
প্রিপেইড মিটার বন্ধের দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন
রংপুরে নবানযোগ্য জ্বালানি প্রচারণা অনুষ্ঠিত