অনলাইন ডেস্ক :
গলুই ছবির ডাবিং ফাঁসিয়ে প্রযোজককে বিপাকে ফেলে যুক্তরাষ্ট্রে গিয়েছেন শাকিব এমন মন্তব্য করে তাকে নিয়ে অকথ্য ভাষায় আক্রমণ করেছেন বর্ষিয়ান পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। তার মন্তব্য কত বড় সাহস, ডাবিং ছাড়া না বলে চলে যাওয়া। ও কেন বেড়াতে যাবে কাজ ফেলে। থাপ্পড়ে ওর দাঁত ফেলে দেওয়া উচিত! দেশের শীর্ষ নায়ককে নিয়ে এমন অকথ্য ভাষায় আক্রমণ করাকে সমর্থন করছেন না শোবিজের অনেকেই। সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। বুধবার বিষয়টি নিয়ে শাকিব খান অভিনীত ‘গলুই’ ছবির প্রযোজক খোরশেদ আলম খসরুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান শাকিব খানের জন্য গলুই ছবির প্রযোজক হিসেবে কোনো বিপাকে তিনি পড়েননি। বরং শাকিব খান এই ছবিতে তাকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। আমেরিকায় যাওয়ার আগে থেকে শুরু করে যাওয়ার পরও নিয়মিত যোগাযোগ হচ্ছে তার সঙ্গে।
খসরু বলেন, ঝন্টু সাহেস সিনিয়র পরিচালক। তিনি শাকিব খানকে নিয়ে কেনো এমন কথা বলবেন সেটা আমি জানি না। আমি তো আমার ছবির বিষয়ে তার কাছে কোনো অভিযোগও করিনি। শাকিব আমার গলুই ছবির বেলায় তার ক্যারিয়ারের সর্বোচ্চ হেল্প করেছে। তিনি টানা ৩৫দিনি আমার শুটিংয়ের জন্য শিডিউল দিয়েছে। এবং আমেরিকায় যাওয়ার শুরু থেকে এবং যাওয়ার পরও আমার সঙ্গে নিয়মিত যোগাযোযোগ হচ্ছে।
আরও পড়ুন
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত